উপজেলা সমবায় অফিস এর সিটিজেন চার্টার
নিবন্ধন ও উপ-আইন সংশোধনঃ
(ক) |
বৈধ উপায়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য নূন্যতম ২০ (কুড়ি) জন একক ব্যক্তি সমন্বয়ে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন প্রদানের ব্যবস্থা করা হয়। |
(খ) |
সমবায় সমিতি নিবন্ধনের সময় সমবায় সমিতি পরিচালনার সুনিদিষ্ট বিধানাবলী সমন্বিত উপ-আইন নিবন্ধন করা হয় এবং পরবর্তীতে প্রয়োজনবোধে উপ-আইনের সংশোধনী নিবন্ধন ব্যবস্থা করা হয়। |
(গ) |
সরকারি কর্মসূচীর আওতায় বিত্তহীন, ভূমিহীন এবং আশ্রয়হীনদের দারিদ্র বিমোচনের লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৫০/- (পঞ্চশ) টাকা এবং অন্যান্য প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ৩০০/- (তিনশত) টাকা নিবন্ধন ফি জমা দিতে হয়। |
(ঘ) |
দারিদ্র বিমোচনের লক্ষ্যে স্বেচ্ছায় বা সরকারি কর্মসূচীর আওতায় গঠিত প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে তিন হাজার টাকা, ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে এক কোটি টাকা এবং অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে বিশ হাজার টাকা পরিশোধিত মূলধন থাকতে হয়। |
ব্যবস্থাপনা, অডিট, পরিদর্শন, বিরোধ নিস্পত্তি ও অবসায়নঃ
(ক) |
সমিতির ব্যবস্থাপনা গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি কর্তৃক পরিচালিত হয়। কোন সমবায় সমিতি নির্বাচন করতে ব্যর্থ হলে উপজেলা সমবায় অফিসার আইনের আওতায় অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করেন। |
(খ) |
উপজেলা সমবায় অফিসার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মচারী বা ব্যক্তি দ্বারা প্রাথমিক সমিতির ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমের উপর বাৎসরিক নিরীক্ষা সম্পাদন করা হয়। |
প্রশিক্ষণঃ
(ক) |
কুমিল্লা শহরের উপকন্ঠে কোটবাড়ীতে অবস্থিত দেশের শীর্ষ সমবায় প্রশিক্ষন প্রতিষ্ঠান বাংলাদেশ সমবায় একাডেমী এবং রংপুর আঞ্চলিক সমবায় প্রশিক্ষন ইনষ্টিটিউটে সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষন সেবা প্রদান করা হয়। |
(খ) |
জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষন ইউনিট সমিতিতে গিয়ে সদস্য প্রশিক্ষন দিয়ে থাকে। |
(গ) |
সমবায় অধিদপ্তরের ঢাকাসহ সদর কার্যালয়, বাংলাদেশ সমবায় একাডেমী ও রংপুর আঞ্চলিক সমবায় প্রশিক্ষন ইনষ্টিটিউটে অবস্থিত মোট ৩টি/২টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এর মাধ্যমে সদস্য ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তা/ কর্মচারীদের আধুনিক তথ্য প্রযুক্তিগত প্রশিক্ষন দেয়া হয়ে থাকে। |
(ঘ) |
সমিতির হিসাবাদি ও রেকর্ডপত্র সংরক্ষণ। |
(ঙ) |
সমিতির হিসাব সংরক্ষণ ও রেকর্ডপত্র সংরক্ষণে সমিতিতে সহযোগিতা করা হয়। |
(চ) |
সমিতির নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে সহযোগিতা করা হয়। |
(ছ) |
সমবায় সমিতি পরিচালনায় সমবায় আইন/০১ ও সমবায় বিধিমালা/০৪ এর আলোকে সমবায়ীদের পরামর্শ দেয়া হয়। |
অভিযোগ নিষ্পত্তিঃ
Ø প্রাথমিক সমবায় সমিতির কোন অভিযোগ থাকলে জেলা সমবায় অফিসার এর নিকট দাখিল করলে তা নিষ্পত্তি করা হয়ে থাকে।
সিলেট জেলায় সমবায় সম্পর্কিত যে কোন তথ্যের জন্য/অভিযোগ থাকলে যোগাযোগ করুনঃ-উপজেলা সমবায় অফিসার,
কোম্পানীগঞ্জ, সিলেট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS